গণিত নমুনা প্রশ্ন ১ – চতুর্থ শ্রেনী

Author:

পূর্ণমান – ২০

সময় – ৩০ মিনিট

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও –
 ৫ x ২ = ১০

(ক) তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি মুছে গেছে। শতক স্থানীয় অঙ্কটি ৬ এবং একক স্থানীয় অঙ্কটি ৫। যদি সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হয় তবে দশক স্থানীয় অঙ্কটি কত?

(খ) ১২ বছর ৫ মাস = কত মাস?

(গ) ৮১৭ দিন কত সপ্তাহ কত দিন?

(ঘ) একটি অঙ্কে ভাজক ১৩, ভাগফল ১১ ও ভাগশেষ ১০ হলে ভাজ্য কত?

(ঙ) কোন সংখ্যার এককের ঘরে ০ আছে। সংখ্যাটিকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কি ধরনের সংখ্যা হবে?

২। তিনটি ঘণ্টা প্রথমে একসঙ্গে বাজার পর ১২, ১৫ ও ১৮ মিনিট অন্তর বাজতে থাকল। কতক্ষণ পর ঘণ্টা তিনটি আবার একসঙ্গে বাজবে?

৩। একটি রাস্তার দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার। প্রথম দিন ওই রাস্তার ১/১৮ অংশ, দ্বিতীয় দিন ৫/১৮ অংশ, তৃতীয় দিন ৭/১৮ অংশ ও চতুর্থ দিন ১/১৮ অংশ কাজ হয়েছে। রাস্তাটির মোট কত অংশ কাজ হয়েছে? কত অংশ কাজ বাকী আছে? রাস্তার বাকী অংশটির দৈর্ঘ্য কত?

৪। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৫০, ৩০০ ও ৩৫০ কে ভাগ করলে যথাক্রমে ১০, ১২ ও ১৪ ভাগশেষ থাকে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *